পীরগঞ্জ উপজেলা পরিষদে বিভাগীয় কমিশনারের মতবিনিময় ও কর্মকান্ড পরিদর্শন
মনোয়ার হোসেন লিটন, পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বিভাগীয় কমিশনার হাসান আহমেদ আজ বুধবার সকালে পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের সাথে মত বিনিময় করেন। এ সময় তিনি সরকারী কর্মকর্তা-কর্মচারীদের জনগনের সেবক হয়ে সততা , নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করে যাবার আহবান জানান। উপজেলা নির্বাহী অফিসার এসএম মাজহারুল ইসলামের সভাপতিত্বে ওই মতবিনিময় সভায় বক্তব্য রাখেন-উপজেলা চেয়ারম্যান-নুর মোহাম্মদ মন্ডল, ভাইস চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সহ সভাপতি-মোনায়েম সরকার মানু, উপজেলা প্রকৌশলী মজিবর রহমান, প্রকল্প কর্মকর্তা-শরফুল ইসলাম, সমবায় কর্মকর্তা-মাহফুজা বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা-নুরেশ কাওসার জাহান প্রমুখ। মত বিনিময় শেষে বিভাগীয় কমিশনার-কছিমন নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, নির্মানাধীণ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার, উপজেলা ভূমি অফিস ও লালদিঘীস্থ পীরগঞ্জ ইউনিয়ন পরিষদ বিভিন্ন কার্যক্রম পরিদর্শণ করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার-এসএম মাজহারুল ইসলাম, অফিসার ইনচার্জ রেজাউল করিম তার সাথে ছিলেন।