Connecting You with the Truth

পূর্ণমন্ত্রীর মর্যাদা পেলেন ঢাকা সিটি কর্পোরেশনের দুই মেয়র

পূর্ণমন্ত্রীপূর্ণমন্ত্রীর পদমর্যাদা পেয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক ও দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র সাঈদ খোকন। মঙ্গলবার  দুপুরের পর তাদেরকে এ পদমর্যাদা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রীপরিষদ বিভাগ।এছাড়াও প্রজ্ঞাপনে নারায়ণগঞ্জে সিটি কর্পোরেশন মেয়র সেলিনা হায়াত আইভিকে উপমন্ত্রীর পদমর্যাদা দেয়া হয়েছে। notice

মন্ত্রীপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সরকার এই মর্মে সিদ্ধান্ত নিয়েছে যে স্ব স্ব পদে অধিষ্ঠিত থাকাকালীন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র জনাব আনিসুল হক ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র জনাব মোহাম্মদ সাঈদ খোকন মন্ত্রীর এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র বেগম সেলিনা হায়াৎ আইভি উপ-মন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।

Leave A Reply

Your email address will not be published.