পেট্রোল বোমা হামলা- সিলেটে অটোরিকশা চালক নিহত, ট্রাকের হেলপার দগ্ধ
সিলেট প্রতিনিধি:
সিলেটে দুর্বত্তরা একটি ট্রাকে পেট্রোল বোমা হামলা করেছে বলে খবর পাওয়া গেছে। এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি চালিত একটি অটোরিকশাকে চাপা দিলে এর চালক শাহজাহান মিয়ার (৩০) মৃত্যু হয়েছে। এসময় অগ্নিদগ্ধ হয়েছেন ট্রাকের হেলপার নিরঞ্জন দাশ (২২)। বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার বনিকোনা নামক স্থানে সিলেট-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহজাহান মিয়া একই উপজেলার তেঁতলী ইউনিয়নের আহমেদপুর কোনাপাড়ার আক্তার মিয়ার ছেলে। এ ঘটনায় স্থানীয় লোকজন প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে সিলেটগামী ট্রাকটি বনিকোনা এলাকায় এলে দুর্বত্তরা তাতে পেট্রোল বোমা হামলা করে। এতে ট্রাকে আগুন ধরে যায়। একপর্যায়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক শাহজাহান মারা যান। এদিকে, পেট্রোল বোমায় দগ্ধ হন ট্রাকের হেলপার নিরঞ্জন। এ ঘটনায় ট্রাকচালক রজব আলী ও হেলাল নামে আরো দুইজন আহত হন। নিরঞ্জনকে গুরুতর অবস্থায় সিলেট এম এ জে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করেছে।