Connecting You with the Truth

প্রতিবন্ধীদের দেশের সম্পদ হিসেবে গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

imagesপ্রতিবন্ধীদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানোর সুযোগ দিয়ে তাদের দেশের সম্পদ হিসেবে গড়ে তুলতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় তিনি প্রতিবন্ধী
ব্যক্তি ও শিশুর প্রতিভা বিকাশে সুযোগ করে দেয়ার জন্য বিত্তবানসহ সমাজের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, ‘নিউরো ডেভলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট ২০১৩ নামে আমরা একটি আইন করেছি এবং একটি ট্রাস্ট গঠন করেছি। এই ট্রাস্টের মাধ্যমে আমরা এই অটিস্টিক শিশুদের সহযোগিতা করবো। তাদের কল্যাণের জন্য এই ট্রাস্ট গঠন করা হয়েছে। সেই সাথে একটি ফাউন্ডেশনও গঠন করা হয়েছে। ‘

তিনি আরও বলেন, ‘যারা অটিজমে ভোগে তাদেরকে অবহেলা না করে তাদের ভেতরের সুপ্ত শক্তিটিকে বিকশিত হওয়ার সুযোগ করে দিতে হবে। তাহলে তাদের কাছ থেকে আমাদের সমাজ অনেক কিছু শিখতে পারবে। ‘

প্রধানমন্ত্রী আরও বলেন, প্রতিবন্ধীদের মা-বাবারা অনেক সময় হতাশা প্রকাশ করেন, হতাশার কোনো কারণ নেই। তাদের ভালোবাসা-স্নেহ দিয়ে দেশের সম্পদ হিসেবে গড়ে তুলুন। সমাজের সচেতন মানুষরা প্রতিবন্ধীদের এগিয়ে নেওয়ার ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা রাখুন। তারা জাতীয় সম্পদ হিসেবে গড়ে উঠবে।

Comments
Loading...