Connecting You with the Truth

ফখরুলদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছালো

স্টাফ রিপোর্টার:
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৪৬ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ফের পিছিয়ে ২৪ সেপ্টেম্বর নির্ধারণ করেছেন আদালত। গতকাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল হকের আদালতে উভয়পক্ষের শুনানি শেষে বিচারক চার্জ শুনানি পিছিয়ে নতুন এ দিন ধার্য করেন। শুনানিকালে রাষ্ট্রপক্ষের পিপি আবু আব্দুল্লাহ বলেন, “আজ মামলাটির চার্জ শুনানির জন্য দিন ধার্য আছে। গত তারিখে আসামিপক্ষ উচ্চ আদালতে তাদের একটি আবেদন নিষ্পত্তির অপেক্ষায় আছে দাবি করে সময়ের আবেদন করেন। কিন্তু তারা আজও উচ্চ আদালতের কোনো আদেশ দাখিল করেননি।” এজন্য তিনি আদালতে কাছে চার্জ গঠনের জন্য দাবি জানান। আসামিপক্ষের শুনানিতে অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, অ্যাডভোকেট মহসিন মিয়া, অ্যাডভোকেট মসলেহ উদ্দিন জসিম- আসামিদের একটি লিভ টু আপিল সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিষ্পত্তির অপেক্ষায় থাকায় আজ চার্জ শুনানি না করে তাদের সময়ের আবেদনটি মঞ্জুর করার দাবি জানান। শুনানি শেষে আসামিদের করা সময়ের আবেদন মঞ্জুর করে চার্জ শুনানির জন্য ২৪ সেপ্টেম্বর দিন ধার্য করেন। এদিন মামলার চার্জশিটভুক্ত ৪৬ আসামির মধ্যে আদালতে ৪২ জন উপস্থিত ছিলেন। অনুপস্থিত ছিলেন চারজন। তাদের পক্ষে সময়ের আবেদন করা হয়। অনুপস্থিত চারজন হলেন- সাদেক হোসেন খোকা, শওকত হোসেন নিলু, হাবিব উন নবী খান সোহেল ও লুৎফর রহমান। গত ২০১২ সালের ১০ মে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি ইন্সপেক্টর নুরুল আমিন এ মামলার চার্জশিট দাখিল করেন। দ্রুত বিচার আইনের ৪ ও ৫ ধারায় চার্জশিট দেয়া হয়েছে। এ মামলায় ১৮ জনকে সাক্ষী করা হয়েছে। প্রসঙ্গত, ২০১২ সালের ২৯ এপ্রিল হরতাল চলাকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনের রাস্তায় গাড়ি পোড়ানোর অভিযোগে পুলিশ বাদী হয়ে এ মামলা করেন।

Comments
Loading...