ফরিদপুরে কালবৈশাখীর ছোবলে ব্যাপক ক্ষয়ক্ষতি
ফরিদপুর প্রতিনিধি, হারুন-অর-রশিদ ঃ
ফরিদপুরের চরভদ্রাসনে রবিবার বিকেলে কালবৈশাখীর ছোবলে বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতির স্বীকার হয়েছে উপজেলার জনগন। টানা খরার পর বৃষ্টিতে জনমনে স্বস্তি এলেও আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ অনেকেই।
সরজমিনে উপজেলার বিভিন্ন স্থান ঘুরে দেখা যায় কেউ রাস্তার উপর পরে থাকা গাছ সড়াতে, কেউ আবার ঘর মেরামতে ব্যাস্ত। সদর ইউনিয়নের জাকেরের সুরার সবুল্যাশিকদারের ডাঙ্গী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ঘরের চাল ঝড়ে উড়িয়ে পদ্মা নদীতে ফেলে দেয়। ঐ স্কুলের প্রধান শিক্ষক মো: শহিদুল্লাহ্ জানান স্কুলের খবর পেয়ে চরভদ্রাসন উপজেলা চেয়ারম্যান এ জি এম বাদল আমীন ঘটনা স্থল পরিদশর্নে আসেন ও দ্রুত স্কুল মেরামতের আস্বাস দেন। এছাড়াও ঐ এলাকার বেশ কয়েকটি বিদ্যুতের খুটি ভেঙ্গে যাওয়ায় বিদ্যৎ বিচ্ছিন্ন হয়ে আছে বেশ কয়েকটি গ্রাম।
চরহরিরামপুর ও চরঝাউকান্ধা ইউনিয়নে খবর নিয়ে জানা যায় ঝড়ের তান্ডবে ঘর বাড়ী উড়িয়ে নিয়ে যাওয়ায় বেশ কিছু পরিবার খোলা আকাশের নীচে বসবাস করছে।তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
চরভদ্রাসন উপজেলা প্রকল্প বাস্তয়ন কর্মকর্তা মানোষ বোস(অতি:) এর সাথে কথা বলে যানা যায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা চাওয়া হয়েছে , তালিকা পেলে সাহায্যের ব্যাবস্থা করা হবে।
ভাঙ্গা উপজেলায় ও ব্যাপক ক্ষতি করেছে রবিবারের এ ঝড়। ঢাকা-বরিশাল মহাসড়কের উপর গাছ উপড়ে পড়ায় সন্ধা ৬.৩০ টা থেকে ৮ টা পর্যন্ত গাড়ি চলাচল বন্ধ থাকে। ফলে এ রোডে বিশাল জ্যামের সৃষ্টি হয়। জানা যায় ৫০টির বেশি পরিবারের ঘরের চাল উড়িয়ে নিয়েছে রবিবারের ঝড়।