ফরিদপুরে ছাত্রদল নেতার উপর সন্ত্রাসী হামলা
ফরিদপুর জেলা প্রতিনিধি ঃ
ফরিদপুরে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন জেলা ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস। তাকে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফরিদপুর জেলা বিএনপির আসন্ন সম্মেলনকে কেন্দ্র করে এ হামলা করা হয় বলে দলীয় সূত্রে জানা গেছে। এ ঘটনায় শুক্রবার কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধায় শহরের ঝিলটুলী চৌরঙ্গির মোড়ের নিকট একদল সন্ত্রাসী অতর্কিত কায়েসের উপর হামলা চালায়। এসময় লোহার রড দিয়ে মাথায় ও শরীরের বিভিন্নস্থানে এলোপাথারী আঘাত করা হয়। এরপর স্থানীয়রা মুমুর্ষ অবস্থায় আহত কায়েসকে ফরিদপুর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে। কায়েসের মাথায় গুরুতর আঘাত লেগেছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।
এদিকে, জেলা ছাত্রদল নেতা তানজিমুল হাসান কায়েসের উপর সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছে জেলা বিএনপি ও অঙ্গদলের নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, রাজপথের সফল ছাত্রনেতা হিসেবে কায়েস বরাবরই অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এতে ক্ষিপ্ত হয়ে আসন্ন সম্মেলনকে কেন্দ্র করে দলের মধ্যে ঘাপটি মেরে থাকা সন্ত্রাসীরা এ হামলা চালায়।
ফরিদপুর জেলা বিএনপির সভাপতি জহিরুল হক শাহজাদা মিয়া, বিএনপির কেন্দ্রিয় কমিটির নেতা শামা ওবায়েদ রিংকু, ইয়াসমিন আরা হক, শাহ মো: আবু জাফর, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোদাররেস আলী ঈসা, সাংগঠনিক সম্পাদক রশিদুল ইসলাম লিটন, সহ-সভাপতি আজম খান, গুলজার হোসেন মৃধা, মাজেদ মিয়া, আইন বিষয়ক সম্পাদক জসিমউদ্দিন মৃধা, বিএনপি নেতা ফাত্তাহ উল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি ও সদর উপজেলার ভাইস চেয়ারম্যান বেনজির আহমেদ তাবরীজ, সহ-সভাপতি জাহাঙ্গির হোসেন, মোজাম্মেল হোসেন মিঠু সহ নেতৃবৃন্দ কায়েসের উপর হামলার নিন্দা ও দায়িদের গ্রেফতারের জোর দাবি জানিয়েছেন।