Connecting You with the Truth

ফিলিপাইনে ঘূর্ণিঝড় ‘গোনি’র আঘাতে নিহত ৭

image_4709ফিলিপাইনে ঘূর্ণিঝড় গোনির আঘাতে ৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এখনও পর্যন্ত নিঁখোজ রয়েছে আরো দুই জন। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছে, শনিবার গোনি নামের ওই ঘূর্ণিঝড়টি থেকে সৃষ্ট বাতাস এবং ভারি বৃষ্টিপাতে নিচু গ্রাম গুলো পানিতে তলিয়ে গেছে। এছাড়া বিভিন্ন স্থানে ভূমিধসের ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।

সরকারের আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়টি উৎপত্তি হয়েছিল উত্তরাঞ্চলীয় দ্বীপমালার উত্তর-পূর্ব কালায়ান দ্বীপ থেকে ১২৫ কিলোমিটার দূরের সাগরে। ঘূর্ণিঝড়টির স্থলে আঘাত হানার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

সিভিল ডিফেন্সের কর্মকর্তারা জানিয়েছেন, ঘূর্ণিঝড় থেকে সৃষ্ট ভূমিধসে একই পরিবারের দুই ভাই নিহত হয়েছে।তারা পাহাড়ী প্রদেশে বেনগুয়েতের বাকুন শহরে অস্থায়ীভাবে আশ্রয় নিয়েছিল। কিন্তু ঘূর্ণিঝড়ের কারণে তাদের ঘরটি ভেঙে পড়ে। এতে ঘরের নিচে চাপা পড়ে তাদের মৃত্যু হয়। এছাড়া ভূমিধসের কারনে আরো দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া ঘূর্ণিঝড়ের সময় গাছের নিচে চাপা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

দেশটিতে বিভিন্ন ফ্লাইট এবং ফেরি চলাচল নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া হাজার হাজার পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Leave A Reply

Your email address will not be published.