Connect with us

চট্রগ্রাম

চট্টগ্রামের কনভেনসন সেন্টারে “ব্লু ইকনমি বাংলাদেশ” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত

Published

on

SAMSUNG

রাজু আহম্মেদ, চট্রগ্রাম : আই বি এফ বি (IBFB) চট্টগ্রাম চ্যাপ্টার এর উদ্যোগে বন্দর নগরী চট্টগ্রামের হল ২৪(HALL 24) কনভেনসন সেন্টারে শনিবার সকাল ১১ টায়  “ব্লু ইকনমি বাংলাদেশ”শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে ব্লু ইকনমি বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন মেরিটাইম এ্যফেয়ার্স ইনিটের পররাষ্ট্র সচিব রিয়ার এডমিরাল (অব:)খুরশীদ আলম এবং অনুষ্ঠানটি উপস্থাপন করেন আই বি এফ বি চট্টগ্রাম চ্যাপ্টারের চেয়ারপারসন ও ওয়েষ্টার্ন মেরিন শিপইয়ার্ড লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ সাখাওয়াত হোসেন। সেমিনারে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের মাননীয় মেয়র জনাব আ জ ম নাসির উদ্দিন,বিশেষ অতিথি হিসেবে আই বি এফ বি এর প্রেসিডেন্ট জনাব মফিজুর রহমান এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আই বি এফ বি এর প্রতিষ্ঠাতা সভাপতি ও চট্টগ্রাম সিটি কর্পোরেসন সাবেক মেয়র জনাব মাহমুদল ইসলাম চেšধুরী।সেমিনারটি স্পন্সর করেছেন লংকা বাংলা। বক্তারা বলেন সমুদ্র উপকুলীয় জাতি হিসেবে এক্ষেত্রে আমাদের কাঙ্খিত অর্জন অপরিসীম। পরিকল্পিত ব্যবস্থাপনার মাধ্যমে সমুদ্র ও সামুদ্রিক সম্পদ অন্বেষণ ও আহরণ এই অর্থনীতির মূল উদ্দেশ্য। এক্ষেত্রে প্রয়োজন দীর্ঘ মেয়াদী পরিকল্পনা,অবকাঠমোগত উন্নয়ন,সমুদ্রতীর এবং তীর হতে দূরবর্তী উভয় ক্ষেত্রে টেশসই উন্নয়ন নিশ্চত করা।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *