Connecting You with the Truth

ফিলিপাইনে জেল থেকে ৮ জঙ্গি ‘ছিনতাই’

filipyne

অনলাইন ডেস্ক: ফিলিপাইনে কারাগার থেকে ৮ জন ইসলামপন্থী জঙ্গিকে ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। ভারী অস্ত্র সজ্জিত ২০ ব্যক্তি দক্ষিণাঞ্চলের মারাউই শহরেরে কারাগারে হামলা চালিয়ে জঙ্গিদের ছিনিয়ে নিয়ে যায়। এই ঘটনায় আরো ১৫ জন বন্দী কারাগার থেকে পালিয়েছে।
তবে সেনা সূত্রের বরাত দিয়ে বিবিসি অনলাইনের খবরে জানানো হয় পুরো ঘটনাটিই ছিল সাজানো। বন্দুকধারীরা প্রায় বিনা বাধায় বন্দীদের ছিনিয়ে নিয়ে যায়। এ সময় কোন পক্ষ থেকেই গুলি চালানো হয়নি।
এই জঙ্গিদের সঙ্গে তথাকথিত ইসলামিক স্টেটের (আইএস) যোগাযোগ রয়েছে বলে মনে করা হয়। ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে মুসলমান অধ্যুষিত মিন্দানাওয়ে এদের তৎপরতা রয়েছে।
গত সপ্তাহে ঘরে তৈরি মর্টারসহ এই জঙ্গিদের আটক করা হয়েছিল। মিন্দানাওয়ে একাধিক বোমা হামলা ও অপহরণের অভিযোগ রয়েছে এই জঙ্গিদের বিরুদ্ধে।

Comments
Loading...