বগুড়ার গাবতলিতে স্বামীকে ফাঁসাতে স্ত্রীর আদালতে মামলা
সালজার রহমান সাবুঃ বগুড়ার গাবতলিতে পারিবারীক কলহের জের ধরে স্বামীকে ফাঁসাতে স্ত্রী কর্তৃক বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং ৮১। ঘটনাটি ঘটেছে উপজেলার পৌর এলাকার ভবের বাজার নামক সোন্দাবাড়ী গ্রামে। জানা যায়, ঐ গ্রামের মৃতঃ লজির উদ্দিনের ছেলে সোন্দাবাড়ী ভবের বাজার মটর শ্রমীক ইউনিয়ন সঞ্চয় সমিতির সভাপতি মোকছেদ আলী (৪৫) প্রায় ২১ বছর পূর্বে একই গ্রামের মজিবর রহমানের কন্যা জলি বেগমকে বিয়ে করে ৩ ছেলে-মেয়ে নিয়ে সংসার চালাতে থাকে। মাঝে মধ্যেই জলি বেগম স্বামীকে কোনো কিছু না বলে নিজ ইচ্ছায় বাড়ি থেকে চলে যায় এবং ২/১ দিন পর আবার ইচ্ছামত বাড়িতে ফিরে আসে। স্বামী মোকছেদ বিষয়টি স্ত্রীর নিকট থেকে জানতে চাইলে সে অস্বীকার করে এবং এ নিয়ে পারিবারিক ভাবে সংসারে ঝগড়া বিরোধের সৃষ্টি হয়। এ ঘটনার জের ধরে ক্ষোভে জলি বেগম তার বাবা,মা ,ভাইসহ বহিরাগত লোকজন নিয়ে গত ১২ই মে স্বামীর বাড়িতে প্রকাশ্যে দিবালোকে অতর্কিত হামলা চালিয়ে মারপিট ও ভাংচুরের ঘটনা ঘটায়। এতে স্বামী মোকছেদ আলী,পুত্র জুয়েল হোসেন(১৮) গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করে দেয়। উল্লেখিত ঘটনায় মোকছেদ আলী ন্যায় বিচারের আসায় পৌর সভাসহ বিভিন্ন আইন শৃংঙ্খলা দপ্তরে লিখিত অভিযোগ করেছে।
এদিকে সু-চতুর স্ত্রী জলি বেগম উপায়ন্তর না পেয়ে নিজেকে ধোয়া তুলশি পাতা সেজে স্বামীকে ফাঁসাতে মাদকের মিথ্যা অভিযোগ এনে বগুড়া সিঃ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করে। মামলার বাদীনি জলি বেগমের এই মিথ্যা কৃতকর্মের ঘটনায় এলাকার সুশিল সমাজ সচেতন মহল, রাজনীতিবিদ এবং সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।