Connecting You with the Truth

বগুড়ায় গ্রাম অঞ্চলে জ্যৈষ্ঠ মেলার ধুম

bograইমরান হোসেন, বগুড়া: বৈশালী মাসের আনন্দ শেষে বগুড়া জেলার গ্রাম অঞ্চলে এখন চলছে জ্যৈষ্ঠ মেলার ধুম। বৈশাখকে বরন করে নিতে যেমন পুরো জেলা জুরে চলেছে বৈশাখী মেলা তেমনি জ্যৈষ্ঠমাস কে বরন করে নিতে জেলার বিভিন্ন উপজেলার গ্রাম অঞ্চলে চলছে জ্যৈষ্ঠ মেলার আনন্দ।
এই আনন্দে মেতে উঠেছেন সকল শ্রেণী পেশার মানুষ। আজ বৃহস্পতিবার সরোজমিনে জেলার কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের প্রায় শত বছরের পুরানো হাইস্কুল মেলা।
ঘুরে দেখা যায় দারুন দারুন সব জিনিস। বিশেষ করে মেলার প্রধান আর্কষন ছিল লাঠি খেলা ঢোলের তালে তালে বাংলা নাচ, ঘুড়ি উড়ান। এছাড়াও পুতুল নাচ,নাগর দোলা,ছোট বাচ্ছাদের মাটির খেলনা সামগ্রী, বড়দের তাল গাছের রস,তালের শাষ,জাম ফল সহ নানা আয়োজনে জ্যৈষ্ঠ মেলার আনন্দে সবাই মুখোরিত হয়ে উঠেছে।
মেলাতে ঘুরতে আসা কয়েক জন সাধারন মানুষের সাথে কথা হলে তারা জানায়, বছর শেষে আমরা ধান কাটা মাড়ায়ের পরে এই মেলাতে এসে আনন্দ করি। ব্যারে আর জামাই বেটিক দাওয়াত করে খাওয়াই।
মেলায় ঘুরতে আসা ছোট বাচ্ছা রুবা জানান,আমার অনেক ভাল লাগছে আমি চাচ্ছুর সাথে মেলায় ঘুরতে এসেছি পুতুল কিনেছি চড়কিতে চড়েছি খুব মজা লাগছে। বগুড়া জেলায় সাধারনত ৬০ থেকে ৭০ টি জ্যৈষ্ঠ মেলা উনুষ্ঠিত হয়ে থাকে বলে জানাযায়।

Comments
Loading...