Connecting You with the Truth

ববি হাজ্জাজকে ফের এরশাদের উপদেষ্টা নিয়োগ

ববি হাজ্জাজ ফের এরশাদের উপদেষ্টা আবারো ববি হাজ্জাজকে নিজের বিশেষ উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। রোববার জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সচিব সুনীল শুভরায় স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দলীয় সিদ্ধান্ত অমান্য করে ঢাকা উত্তর সিটিতে মেয়র প্রার্থী হওয়ায় চলতি বছরের ২২ মার্চ মুসা বিন শমসের পুত্র ববিকে অব্যাহতি দেওয়া হয়। ৪ মাস না পেরুতেই ববিকে পদ ফিরিয়ে দিলেন এরশাদ। ববি হাজ্জাজ ফের এরশাদের উপদেষ্টা

বিজ্ঞপ্তিতে বলা হয়, ববি হাজ্জাজকে জাতীয় পার্টির চেয়ারম্যানের বিশেষ উপদেষ্টা পদে পুনর্বহাল করা হয়েছে। হুসেইন মুহম্মদ এরশাদ দলের গঠনতন্ত্রের ৩৯ ধারা মোতাবেক এই নিয়োগ দিয়েছেন।

ববি হাজ্জাজ ফের এরশাদের উপদেষ্টা

২০১৩ সালের ৩ ডিসেম্বর এরশাদ ৫ জানুয়ারির নির্বাচন বর্জনের ঘোষণা দেন। ১৩ ডিসেম্বর `চিকিৎসার` জন্য এরশাদকে সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যায় র্যাব। দলের প্রধানের `অনুপস্থিতিতে` মুখপাত্রের দায়িত্ব পালন করেন ববি হাজ্জাজ। ১৫ ডিসেম্বর র্যাব তাকে যুক্তরাজ্য `পাঠিয়ে` দেয় বলে অভিযোগ করে আসছেন ববি হাজ্জাজ। ববি হাজ্জাজ ফের এরশাদের উপদেষ্টা

পদ ফিরে পাওয়ার সত্যতা নিশ্চিত করে ববি হাজ্জাজ বলেন, `হুসেইন মুহম্মদ আমার রাজনীতির অভিভাবক। কিছু কারণে আমাকে ভুল বুঝেছিলেন। ভুল বুঝাবুঝির অবসান হয়েছে। তিনি আমাকে আবারো দলের জন্য কাজ করার সুযোগ দিয়েছেন। সুযোগ কাজে লাগাতে চাই।`

ববি হাজ্জাজ ফের এরশাদের উপদেষ্টাববি হাজ্জাজ ফের এরশাদের উপদেষ্টাববি হাজ্জাজ ফের এরশাদের উপদেষ্টাববি হাজ্জাজ ফের এরশাদের উপদেষ্টাববি হাজ্জাজ ফের এরশাদের উপদেষ্টাপদ ফিরে পাওয়ার সত্যতা নিশ্চিত করে ববি হাজ্জাজ বলেন, `হুসেইন মুহম্মদ আমার রাজনীতির অভিভাবক। কিছু কারণে আমাকে ভুল বুঝেছিলেন। ভুল বুঝাবুঝির অবসান হয়েছে। তিনি আমাকে আবারো দলের জন্য কাজ করার সুযোগ দিয়েছেন। সুযোগ কাজে লাগাতে চাই।পদ ফিরে পাওয়ার সত্যতা নিশ্চিত করে ববি হাজ্জাজ বলেন, `হুসেইন মুহম্মদ আমার রাজনীতির অভিভাবক। কিছু কারণে আমাকে ভুল বুঝেছিলেন। ভুল বুঝাবুঝির অবসান হয়েছে। তিনি আমাকে আবারো দলের জন্য কাজ করার সুযোগ দিয়েছেন। ববি হাজ্জাজ ফের এরশাদের উপদেষ্টাববি হাজ্জাজ ফের এরশাদের উপদেষ্টাববি হাজ্জাজ ফের এরশাদের উপদেষ্টাসুযোগ কাজে লাগাতে চাই।

Comments
Loading...