Connecting You with the Truth

বাংলাদেশিসহ ৮ জন আইএসের হাতে জিম্মি

ISS আন্তর্জাতিকডেস্ক:  লিবিয়ায় এক বাংলাদেশিসহ আট জনকে অপহরণ করেছে আইএস (ইসলামিক স্টেট) সদস্যরা। অপহৃত বাংলাদেশির নাম হেলাল উদ্দিন। তিনি জামালপুরের বাসিন্দা বলে নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয় আরো জানায়, অপহৃত হেলাল লিবিয়ায় একটি তেল খনিতে কাজ করতেন।  শুক্রবার ওই তেল খানি এলাকা থেকে ওই ৮ জনকে অপহরণ করে নিয়ে যায়।

Comments
Loading...