Connecting You with the Truth

বাংলাদেশে জঙ্গীবাদ নিয়ে মার্কিন গোয়েন্দা প্রধানের আশংকা

director_of_national_intelligence_james_clapper

আন্তর্জাতিক ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে তাঁর রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করছেন তাতে করে বাংলাদেশে আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীগুলোর তৎপরতা বিস্তৃতির আশংকা আছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান।
বিশ্ব জুড়ে নিরাপত্তা ঝুঁকি সম্পর্কে যুক্তরাষ্ট্রের সেনেটে ন্যাশনাল ইনটেলিজেন্সের পরিচালক জেমস ক্ল্যাপার যে লিখিত বিবৃতি দিয়েছেন, তাতে তিনি তাঁর এই আশংকার কথা উল্লেখ করেছেন।
বাংলাদেশে সাম্প্রতিক সময়ে বিদেশি নাগরিকদের হত্যা এবং তাদের ওপর আরও যেসব হামলা হয়েছে, সরকার সেগুলোকে বিএনপি এবং জামায়াতে ইসলামীর কাজ বলে দাবি করছিল। কিন্তু জেমস ক্ল্যাপার তার বিবৃতিতে এই দাবি নিয়ে প্রশ্ন তুলেছেন।
জেমস ক্ল্যাপার বলেছেন, বাংলঅদেশে অন্তত ১১টি বড় ধরণের সন্ত্রাসী হামলার ঘটনার দায় স্বীকার করেছে জঙ্গী গোষ্ঠী ইসলামিক স্টেট। বিদেশি নাগরিক এবং সংখ্যালঘুদের টার্গেট করে এসব হামলা চালানো হয়।
এছাড়া ‘আনসারউল্লাহ বাংলা টিম’ এবং ‘আল কায়েদা ইন ইন্ডিয়ান সাব কন্টিনেন্ট’ নামের দুটি সংগঠন আরও এগারো জন লেখক ও ব্লগারকে হত্যা করেছে বলে দাবি করে।

Comments
Loading...