বানেশ্বরে বিদেশি পিস্তলসহ যুবক আটক
রাজশাহী প্রতিনিধি:
পুঠিয়ার বানেশ্বরে গতকাল শুক্রবার রাত ৮টার সময় একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগজিন, ৮ রাউন্ড তাজা বুলেট ও তার সাথে থাকা প্রাইভেট কারসহ ড্রাইভারকে আটক করেছে র্যাব-৫ এর সদস্যরা।
জানা যায়, র্যাব-৫ এর গোয়েন্দা সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে চারঘাট থেকে বগুড়ার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি সাদা রংয়ের প্রাইভেট কার (ঢাকা মেট্রো খ-১১-১২২৪) তল্লাশি করেন। এ সময় গাড়ির পেছনের সিটে থাকা ব্যাগ থেকে ৭.৬ বোরের ২টি পিস্তল, ৪টি ম্যাগজিন, ৮ রাউন্ড বুলেট উদ্ধারসহ উক্ত গাড়ির চালককে আটক করেন। আটককৃত ব্যক্তি বগুড়া সদর থানার নাটাইপাড়া গ্রামের বাচ্চু সরকারের ছেলে হারুন উর রশিদ (২৩)। র্যাব-৫ এর সিনিয়র এএসপি গোলাম সারোয়ার ঘটনাস্থল পরিদর্শন করে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং অস্ত্র, ম্যাগজিন, বুলেট, প্রাইভেট কার এবং ড্রাইভারকে র্যাব-৫ এর কার্যলয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন।