Connecting You with the Truth

বিচারক বিদ্যা!

Vidya-Balan1বিনোদন ডেস্ক:
ভারতের প্রখ্যাত ‘নাচ বালিয়ে’ অনুষ্ঠানের বিচারক হয়ে আসতে পারেন বলিউডের অন্যতম অভিনেত্রী বঙ্গ ললনা বিদ্যা বালান। আসছে এপিসোড সাতের বিচারক পদে দেখা যেতে পারে তাকে। রিয়ালিটি শো ‘নাচ বালিয়ে-৭’ এর প্রযোজক একতা কাপুর। তিনি বিদ্যা বালানের অন্যতম হিট সিনেমা ‘ডার্টি পিকচার’ সিনেমারও প্রযোজক ছিলেন। তিনি এই টিভি রিয়ালিটি শো’তে নারী বিচারকের পদ একটি বাড়িয়ে হলেও গ্ল্যামার গার্ল বিদ্যাকে নিতে উৎসুক। তাছাড়া বিদ্যাও নাকি নাচ বালিয়েতে আসতে খুবই আগ্রহী। নাচ বালিয়ে-৭ এর বিচারক পদে ইতিমধ্যে লেখক চেতন ভগত, বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা এবং মার্জি পেস্তনি অন্তর্ভুক্ত হয়েছেন। এর আগে ভারতের এই বিখ্যাত রিয়ালিটি শো ‘নাচ বালিয়ে’র জন্য ঐশ্বরিয়া রাই বচ্চনকে প্রস্তাব করা হয়েছিলো, কিন্তু তিনি তা প্রত্যাখান করেন। উল্লেখ্য, নাচ বালিয়ে’র গতে এপিসোডে বিচারক পদে ছিলেন শিল্পা শেঠী, সাজিদ খান এবং তেরেন্স লুইস। নাচ বালিয়ে-৭ মে মাসে স্টার প্লাসে সম্প্রচারে আসবে।

Comments
Loading...