Connecting You with the Truth

বিডিআর বিদ্রোহ: বিচার বিভাগীয় তদন্ত চায় বিএনপি

bb

বিডিআর বিদ্রোহ ও হত্যাকাণ্ডের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কাবি করেছে বিএনপি। বৃহস্পতিবার সকালে বনানী সামরিক কবরস্থানে নিহত সেনা কর্মকর্তাদের কবরে শ্রদ্ধা নিবদেন শেষে দলটির স্থায়ি কমিটির সদস্য মাহবুবুর রহমান সাংবাদিকদের এই কথা বলেন।

মাহবুবুর রহমান বলেন, পিলখানা হত্যাকান্ডের বিচার দীর্ঘ সময় ধরে হচ্ছে, বিচারের নামে প্রহসনও চলছে। সুষ্ঠু বিচার হচ্ছে না। তাই আমরা বিডিআর বিদ্রোহের প্রকৃত রহস্য উন্মোচনে বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি।

২৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় শোক দিবস’ ঘোষণার আহ্বান জানিয়ে মাহবুবুর রহমান বলেন, এই হত্যাকাণ্ডে আমাদের সেনাবাহিনী ও দেশের অনেক বড় ক্ষতি হয়েছে।

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় তত্কালীন বাংলাদেশ রাইফেলস (বিডিআর) সদর দফতরে বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। বিদ্রোহের পর সীমান্তরক্ষা বাহিনী বিডিআরের নাম বদলে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি রাখা হয়।

Comments
Loading...