বিধ্বস্ত জার্মান বিমানের ব্ল্যাকবক্স থেকে মিলল চাঞ্চল্যকর তথ্য
আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সে বিধ্বস্ত জার্মান বিমানটি ভূপাতিত হওয়ার সময় এর একজন পাইলট ককপিটের বাইরে ছিলেন, এবং দরজা আটকে যাওয়ায় কোনভাবেই তিনি ককপিটে ঢুকতে পারছিলেন না। বিধ্বস্ত বিমানের ব্ল্যাকবক্সের উপাত্ত বিশ্লেষণে বেরিয়ে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। এর আগে বুধবার ঘটনাস্থল পরিদর্শন করেন জার্মান চ্যান্সেলর, স্পেনের প্রধানমন্ত্রী এবং ফরাসি প্রেসিডেন্ট। এদিকে, উদ্ধারকারীরা এক আরোহীর মরদেহের সন্ধান পেলেও এখনও তা শনাক্ত করা সম্ভব হয়নি।
প্রিয়জন হারানোর শোক যেন আরও জোরালো হয় ফ্রান্সের মাটিতে পা রেখেই। ফ্রান্সের আল্পসে বিধ্বস্ত জার্মান উইংস এয়ারলাইন্সের এ থ্রি হান্ডরেড টুয়েন্টি বিমানটির আরোহীদের স্বজনদের বুধবার নিয়ে আসা হয় ঘটনাস্থল পরিদর্শন করতে ফ্রান্সে। হোটেলরুমে গিয়ে তাদের দেখা যায় এভাবেই কান্নায় ভেঙ্গে পড়তে।
দুর্ভাগ্যকবলিত বেশীরভাগই জার্মান এবং স্প্যানিয়ার্ড নাগরিক হওয়ায় একই দিন বিমান বিধ্বস্ত হওয়ার স্থান পরিদর্শন করতে ছুটে আসেন জার্মান চ্যান্সেলর, স্প্যানিয়ার্ড প্রধানমন্ত্রী এবং ফ্রান্সের প্রেসিডেন্ট। তারা সবাই স্বজন হারানোদের প্রতি সমবেদনা জানান। পাশাপাশি তাগিদ দেন দ্রুত তদন্ত কাজ শেষ করার।
জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল বলেন, আমি আশা করব যারা উদ্ধার কাজে সাহায্য করছে তারা সবাই প্রশিক্ষিত। আমরা চাইছি যত দ্রুত সম্ভব উদ্ধার কাজ শেষ করতে। আমি স্বজন হারানোদের প্রতি সহমর্মিতা জানাচ্ছি। আমি জানি তাদের জন্য এটি খুব কষ্টের সময়। তবে এও বলব ভেঙ্গে পড়লে চলবে না। আমি ফ্রান্সের প্রধানমন্ত্রীকে সাধুবাদ জানাচ্ছি এসময় আমাদের পাশে এসে দাঁড়ানোর জন্য।
স্পেনের প্রধানমন্ত্রী মারিও রাজোয় বলেন, আমি স্বজনহারাদের প্রতি সহমর্মিতা জানাচ্ছি। কারণ আমি জানি তারা কেমন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। তাদের সবাইকে জানাচ্ছি, আমরা তাদের পাশেই আছি।
দ্রুত সুষ্ঠুভাবে তদন্ত কাজ সম্পন্ন হবে বলে আশ্বাস দেন ফ্রান্সের প্রেসিডেন্ট। ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ বলেন, আমরা উদ্ধার কাজে কোন ত্রুটি রাখছি না। বিমানের একটি ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে। সেখান থেকে তথ্য তদন্ত করা হচ্ছে। আরো একটি ব্ল্যাক বক্সের সন্ধান পাওয়া গেছে। তা উদ্ধারের চেষ্টাও চালানো হচ্ছে।
এক তদন্তকারী কর্মকর্তার বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানিয়েছে ব্ল্যাকবক্সের রেকর্ডারে পাওয়া উপাত্ত বিশ্লেষণ করে ধারণা করা হচ্ছে বিমানটি ভূপাতিত হওয়ার সময় একজন পাইলট ককপিটের বাইরে আটকা পড়েন। তিনি দরজা ধাক্কাধাক্কি করেও আর ককপিটে ঢুকতে পারেননি বলে ধারণা হয়। কারণ, রেকর্ড হওয়া সবশেষ শব্দ দরজা ধাক্কানোর বলে জানান তদন্ত কর্মকর্তা। তবে কেন অন্য পাইলট দরজা খুলে দেননি বা বিমান ভূপাতিত হবার আগে কোনো বিপদ সংকেতও পাঠাননি সে-রহস্যের কিনারা এখনও হয়নি। বিমানের অন্য ব্ল্যাকবক্সটি উদ্ধার করা গেলে এই রহস্যের সমাধান হতে পারে বলে মনে করা হচ্ছে।
গত মঙ্গলবার ১৪৬ যাত্রী ও চার ক্রুসহ স্পেনের বার্সেলোনা থেকে জার্মানির ডুসেলডর্ফে ফেরার পথে ফ্রান্সের আল্পস পর্বতমালায় বিমানটি বিধ্বস্ত হয়।