Connecting You with the Truth

বিশ্বের অদ্ভুত কিছু সীমান্ত

একটা সীমানা রেখায় ভাগ হয়ে যায় দুটো দেশ। এই তো সেদিনও একসঙ্গেই ছিল ভারত-পাকিস্তান-বাংলাদেশ। তাতে একটা রেখা টেনে ভাগ হয়ে গেল সব কিছু। সীমান্ত মানেই কাঁটাতার। সীমান্ত মানেই ও প্রান্তে কিছু না দেখা যাওয়া দুটো দেওয়াল। কিন্তু এমনও কিছু সীমান্ত রেখা আছে যা দুটো দেশকে আলাদা করে দিয়েছে বড় অদ্ভুতভাবে। কখনও বাড়ির ভিতরে ঢুকে পড়েছে সীমানা রেখা, কোথাও আবার ছোট একটা জলাশয়ের এদিক ওদিক হয়ে গেছে দুটো দেশ। সেগুলি নিয়েই থাকল এই প্রতিবেদন-

 

বসনিয়া-ক্রোয়েশিয়াকে ভাগ করেছে এই সীমান্ত

 

BOS

 

গাছ দিয়ে ভাগ দু দেশ

border_NOR

নদীতে ভাগ তিন দেশ। প্যারাগুয়ে, আর্জেন্টিনা, ব্রাজিল।

desh2_0

এভাবেই ভাগ হয়ে গিয়েছে ইংল্যান্ড-স্কটল্যান্ড

eng-sc

সূত্র: চব্বিশ ঘন্টা

বাংলাদেশেরপত্র/এডি/পি

Comments
Loading...