রংপুরে বিসিএস কনফার্ম লালবাগ শাখার উদ্বোধনী সেমিনার
রংপুর প্রতিনিধি: বিসিএস কনফার্ম লালবাগ শাখার উদ্বোধনী সেমিনার ও উন্মুক্ত ক্লাস অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টায় বিসিএস কনফার্ম শাখা লালবাগ প্লাজার দ্বিতীয় তলায় উদ্ভোধনী ক্লাস করান এএসপি রনি স্যার। রোকেয়া বিশ^বিদ্যালয় ও কারমাইকেল কলেজসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক বিসিএস প্রত্যাশী ছাত্র ছাত্রীর উপস্থিতিতে এ উদ্ভোধনী ক্লাস অনুষ্ঠিত হয়। জানাযায়, আজ শুক্রবার ও আগামীকাল শনিবার দুই শিফটে সকাল ১০টা ও বিকেল ৩টায় এ উন্মুক্ত ক্লাস চলবে। এসময় উপস্থিত ছিলেন বিসিএস কনফার্ম লালবাগ শাখার চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌসী মনি, পরিচালক মো. সাজিদুল হক মিলন, সহকারী পরিচালক মো. রোকেনুজ্জামান, মনিরুল ইসলাম ও মো. শামীম মিয়াসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
উল্লেখ্য বিসিএস লালবাগ পার্কের মোড় শাখার শুভ উদ্ভোধনী অনুষ্ঠান গত ১৯শে আগষ্ট রংপুর টাউন হলে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হয়েছে। উক্ত উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা আ’লীগের যুগ্ন সাধারন সম্পাদক শাহীনুর রহমান সোহেল। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এএসপি রনি স্যার। বিশেষ আলোচক ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরানুল হক।