Connecting You with the Truth

বেনাপোলে ভারতে পাচারের সময় বিপুল পরিমান সিগারেট আটক

benapole sigarate atok picture copyকামাল হোসেন, বেনাপোল: বিজিবি বেনাপোল আইসিপি ক্যাম্পের সদস্যরা শনিবার সকালে নো ম্যান্স ল্যান্ড এলাকা থেকে ভারতে পাচারের সময় মারবোরো ও ইজি লাইট ৫০ কার্টুন সিগারেট আটক করেছে।আটক সিগারেট গুলো চেকপোষ্টে অবস্থিত ডিউটি ফ্রি সপ থেকে পাচারকারীরা পাসপোর্ট ভিসা ছাড়াই কিনে ভারতে পাচার করছিল বলে বিজিবি জানান।

চেকপোষ্ট বিজিবির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আব্দুল্লাহ হীল ওয়াফী জানান,নিজস্ব গোয়েন্দা বিআইপির ল্যাঃ নায়েক মিজানুর রহমানের মাধ্যমে জানতে পারি চোরাচালানীরা ডিউটি ফ্রি সপ থেকে পাসপোর্ট ভিসা ছাড়া বিপুল পরিমান সিগারেট নিয়ে ভারতে পাচারের জন্য নো ম্যান্সল্যান্ডে অপেক্ষা করছে। এমন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ও নিজস্ব গোয়েন্দা বিআইপি ল্যাঃ নায়েক মিজানুর রহমানকে নিয়ে সেখানে অভিযান চালিয়ে ৫০ কার্টুন সিগারেট আটক করা হয়। বিজিবি উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা মালামাল ফেলে পালিয়ে যায়। আটক সিগারেটের মুল্য ২ লক্ষ টাকা বলে বিজিবি জানান। এ দিকে ডিউটি ফ্রি সপ থেকে পাসপোর্ট ভিসা ছাড়াই ৫০ কার্টুন সিগারেট কি ভাবে নো ম্যান্সল্যান্ড এলাকায় গেল। ডিউটি ফ্রি সপ এর কেই জড়িত কিনা তা খতিয়ে দেখছেন কর্মরত গোয়েন্দারা।

Comments
Loading...