Connecting You with the Truth

বেনাপোল বিজিবি-বিএসএফ উচ্চ পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্টিত

bgb-bsf20151206115635কামাল হোসেন, বেনাপোল: বেনাপোল সদর ক্যাম্পের মঙ্গলবার দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও বর্ডার সিকিউরিটি র্ফোস বিএসএফ এর উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে সীমান্তের বিভিন্ন বিষয় নিয়ে এক পতাকা বৈঠক অনুষ্টিত হয়েছে।
বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন,২৬ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল জাহাঙ্গীর হোসেন,যশোর রিজিয়নের ষ্টাফ অফিসার লে. কর্ণেল রেজাউল ইসলাম,রিভার অফিসার লে. কর্ণেল আল ইমরান তানভীর,৩৪ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল মাকসুদ ও বেনাপোল কোম্পানী কমান্ডার সুবেদার গিয়াস উদ্দিন।
ভারতের পক্ষে ছিলেন,ডিআইজি ব্রিগেডিয়ার শ্রী জাস ওয়াল,ডিআইজি বিগ্রেডিয়ার শ্রী কেএস শাহ,৪০ বিএসএফ অধিনায়ক কর্ণেল কেএস শুকলা,৭৬ বিএসএফ অধিনায়ক রাজেশ কুমার ও ষ্টাফ অফিসার এসবি কুমার শর্মা।দুপুর সাড়ে ১১টা থেকে সাড়ে ৪ টা পর্যন্ত পতাকা বৈঠকটি অনুষ্টিত হয়। ২৬ বিজিবি বেনাপোল কোম্পানী কমান্ডার সুবেদার গিয়াস উদ্দিন জানান,সীমান্তে মাদক,নারী শিশু,অস্ত্র পাচার সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

Comments
Loading...