বেরোবি ছাত্রলীগের সাধারন সম্পাদক মোস্তফা মাহমুদকে কুপিয়ে জখম
বেরোবি প্রতিনিধি: বাংলাদেশ ছাত্রলীগ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার সাধারন সম্পাদক মোস্তফা মাহমুদ কামার পাড়াস্থ ঢাকা কোচ স্ট্যান্ডের নিকট মঙ্গলবার আনুমানিক দুপুর ১২ টায় ২০-২৫ জন মুখোশধারী সন্ত্রাসীর হামলার শিকার হন ।
একাধিক ঘনিষ্ঠ সূত্রে জানা যায়,তিনি বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আয়োজিত অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ে আসছিলেন । পথে তিনি এ হামলার শিকার হন । তার দু’পায়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপানো হয় । তাকে গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে ।
এবিষয়ে বাংলাদেশ ছাত্রলীগ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেহিদী হাসান শিশির বলেন, এই হামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও ষড়যন্ত্রের অংশ বিশেষ । বিশ্ববিদ্যালয় ছাত্রলীগকে ধ্বংস করার জন্যই এই হামলা চালানো হয়েছে । হামলাকারীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পক্ষ থেকে মামলার প্রস্তুস্তি চলছে বলে তিনি আমাদের সংবাদদাতাকে জানান ।