Connecting You with the Truth

বেশ কয়েকটি টর্নেডোর আঘাতে লন্ডভন্ড যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চল

2015-05-07_3_327603

 আন্তর্জাতিক ডেস্ক:   যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলের ওপর দিয়ে বুধবার বেশ কয়েকটি ঝড় বয়ে গেছে। ঝড়ের আঘাতে বাড়িঘর ধ্বংস হয়েছে এবং গাছপালা উপড়ে পড়েছে। এছাড়াও ঝড়ের প্রভাবে প্রবল বৃষ্টিপাত হয়েছে।  দেশটির গণমাধ্যমে বলা হয়েছে, এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কোন প্রাণহানির খবর পাওয়া যায়নি।
ওয়েদার চ্যানেল জানায়, কানসাস, নেবরাসাকা, টেক্সাস ও ওকলাহামা রাজ্যে অন্তত ২৯টি টর্নেডো আঘাত হেনেছে। এতে ওকলাহামার বিস্তীর্ণ এলাকা লন্ডভন্ড হয়ে গেছে এবং বেশ কয়েকটি বাড়িঘর ধ্বংস হয়েছে।

জাতীয় আবহাওয়া বিভাগ এক বিবৃতিতে জানায়, ‘ঝড় সনাক্তকরণ গ্রুপ ও জরুরী ব্যবস্থাপনা কর্মীদের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে অভিযান চালানোর জন্য প্রস্তুত থাকতে হবে।’

বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘নেবরাস্কা, ক্যানসাস, ওকলাহোমা ও টেক্সাসের কোন কোন এলাকায় টর্নেডো আঘাত হানতে পারে বলে সতর্ক করা হয়েছে। ওই সব এলাকাগুলোতে মারাত্মক টর্নেডোর আঘাতের খবর পাওয়া গেছে।’

কোসো টেলিভিশন জানিয়েছে, মুরে ও ওকলাহোমায় বন্যা হয়েছে বলে জানা গেছে এবং টর্নেডোর আঘাতে ব্রিজ ক্রিসে বেশ কয়েকটি বাড়িঘর টর্নেডোর কবল থেকে রক্ষা পেয়েছে।

নরম্যান নগরীতে ঝড়ের আঘাতে বৈদ্যুতিক তার ছিঁড়ে আই-৩৫ মহাসড়কও বন্ধ হয়ে গেছে বলে খবর জানানো হয়েছে।

Comments
Loading...