Connecting You with the Truth

ব্যাংককে বোমা হামলা: নিহত ২৭

ব্যাংককে বোমা হামলাথাইল্যান্ডের রাজধানী ব্যাংককের কেন্দ্রস্থলে একটি হিন্দু মঠের পাশে মোটরসাইকেল বোমা হামলার ঘটনা ঘটেছে। ঘটনায় বিদেশি পর্যটকসহ এখন পর্যন্ত ২৭ জন নিহত হওয়ার কথা জানা গেছে।

হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। থাই সরকারের পক্ষ থেকে প্রতিক্রিয়ায় বলা হয়েছে, দেশের অর্থনীতি ধ্বংস করার উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী প্রাউইত অংসুয়াং বলেছেন, ‘হামলার সাথে জড়িতরা থাইল্যান্ডের অর্থনীতি ও পর্যটন শিল্পকে ধ্বংস করার উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে।’

দেশটির সরকারি টেলিভিশন চ্যানেলকে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী প্রায়ুথ সান-ওসা বলেছেন, পরিস্থিতি মোকাবেলা করতে ‘যুদ্ধাবস্থাকালীন ব্যবস্থা’ নেয়া হচ্ছে।

টুরিস্ট পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন, নিহতদের মধ্যে দুজন চীনা ও একজন ফিলিপাইনের নাগরিক রয়েছেন। নিহতদের মধ্যে ১৭ জন নারী ও ১০ জন পুরুষ। এছাড়াও আরো ৭৮ জন আহত হয়েছেন। আহতদের অধিকাংশই চীন ও তাইওয়ানের পর্যটক।

ব্যাংককের কেন্দ্রস্থলের এরাওয়ান মঠের পাশে সোমবার সন্ধ্যায় একটি মোটরসাইকেলে রাখা বোমা বিস্ফোরণ ঘটে। জায়গাটি ব্যাংককের সবচেয়ে জনপ্রিয় এলাকাগুলোর মধ্যে অন্যতম। বিশেষ করে পূর্ব এশিয়া ও চীনের পর্যটকরা এই এলাকায় থাকেন। এর পাশেই পাঁচ তারকা হোটেল, শপিং মল, অফিস ও একটি হাসপাতাল রয়েছে।

টনাস্থলে থাকা বিবিসির সংবাদদাতা জানিয়েছেন, বিস্ফোরণস্থলের আশপাশের এলাকায় ব্যাপক হট্টগোল ছড়িয়ে পড়ে। বিভিন্ন যায়গায় মৃতদেহের অঙ্গ-প্রত্যঙ্গ ছড়িয়ে যায় বলেও জানান তিনি। বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে সেখানে ছয় ফুট গভীর গর্ত হয়ে গেছে। সূত্র: রয়টার্স ও বিবিসি।

Comments