Connecting You with the Truth

ব্যারিস্টার আব্দুর রাজ্জাক মারা গেছেন

জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর আজ রবিবার (৪ মে) বিকেল ৪টা ১০ মিনিটে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যু সংবাদটি নিশ্চিত করেছেন জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণ শাখার সেক্রেটারি জেনারেল ড. মোহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ, এক ফেসবুক পোস্টে।

ব্যারিস্টার রাজ্জাক গত ২১ এপ্রিল থেকে ইবনে সিনা হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। এর আগে তিনি দীর্ঘ ১১ বছর যুক্তরাজ্যে অবস্থান করার পর ২০২৩ সালের ২৬ ডিসেম্বর দেশে ফেরেন। দেশে ফিরে তিনি আবারও সুপ্রিম কোর্টে আইন পেশায় সক্রিয় হন। এ উপলক্ষে চলতি বছরের ৬ জানুয়ারি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনে তাকে সংবর্ধনা দেন তার সহকর্মী ও জুনিয়র আইনজীবীরা।

ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মৃত্যুতে দেশের রাজনৈতিক ও আইনজীবী মহলে শোকের ছায়া নেমে এসেছে।

Comments
Loading...