Connecting You with the Truth

ব্রাজিলে কারাগারে দাঙ্গা, নিহত ২

image_114511_0আন্তর্জাতিক ডেস্ক:

ব্রাজিলের একটি কারাগারে সোমবার দাঙ্গায় এক পুলিশ কর্মকর্তা ও এক কয়েদি নিহত এবং ২৯ কয়েদি আহত হয়েছেন। কর্তৃপক্ষ জানায়, পারনামবুকোর রাজ্যের রাজধানী রেসিফের একটি কারাগারে কয়েদিদের বিক্ষোভকালে সহিংসতা শুরু হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সহিংসতার সময় গুলিতে আহত এক পুলিশ কর্মকর্তার হাসপাতালে মৃত্যু হয় এবং নিহত কয়েদির বিস্তারিত প্রকাশ করা হয়নি। রাজ্যের জননিরাপত্তা সচিব হতাহতের খবর নিশ্চিত করেছেন। দাঙ্গার সময় কারাগারের ভিতরে বন্দুকযুদ্ধ ও বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং জি ওয়ান গ্লোবো নিউজপোর্টালে দেখা যায়, সশস্ত্র এক কর্মকর্তা একটি হেলিকপ্টারে বসে আছেন এবং হেলিকপ্টারটি উপরে চক্কর দিচ্ছে। ব্রাজিলে গত কয়েক মাসে বেশ কয়েকটি কারাগারে দাঙ্গার ঘটনা ঘটেছে। ব্রাজিলের বিভিন্ন কারাগারে মোট ৫ লাখ ৬৩ হাজার কয়েদি রয়েছেন। কারাগারে কয়েদিদের সংখ্যার দিক থেকে বিশ্বে চতুর্থ দেশ হলো ব্রাজিল। প্রথম যুক্তরাষ্ট্র, দ্বিতীয় চীন ও তৃতীয় দেশ হলো রাশিয়া।

Comments
Loading...