Connecting You with the Truth

ব্ল“টুথ ছাতা!

রকমারি ডেস্ক:
বৃষ্টি বা রোদ থেকে মুক্তি পেতে অনেকেই ছাতা ব্যবহার করে। আর এই ছাতা হারিয়ে ফেলার ঘটনা খুব সাধারণ। তবে এখন থেকে আর ছাতা হারিয়ে ফেলার কোন সম্ভাবনা নেই। নিউ ইয়র্ক ভিত্তিক স্টার্টআপ ‘দাভেক’ লাক্সারি ছাতা প্রস্তুতকারক হিসাবে পরিচিত। আর তারা এবার নিয়ে আসছে ব্ল“টুথ ছাতা। এই ছাতায় ব্ল“টুথ চিপটি বেজের ভিতরে লুকানো অবস্থায় থাকবে। দূর্ঘটনাক্রমে কেউ ছাতাটি ভুলে ফেলে আসলে ব্ল“টুথ ডিভাইসের মাধ্যমে ব্যবহারকারীকে সতর্কবার্তা দিবে। এটি অ্যান্ড্রয়েড এবং আইওএস ডিভাইসের সাথে অ্যাপের মাধ্যমে সিঙ্ক করবে। ফলে স্মার্টফোন এবং ছাতার মধ্যে দূরত্ব হলে তা ট্র্যাক করবে। যদি ছাতাটি ফোন থেকে ৩০ ফিট দূরে চলে যায় তাহলে ছাতা থেকে ফোনে সরাসরি মেসেজ পাঠাবে। এটিতে অ্যালার্ট ছাড়াও একটি ওয়েদার অ্যাপ থাকবে যেটি কোন দিন ছাতা নিয়ে বের হতে হবে তা বলে দিবে।

Comments
Loading...