Connect with us

দেশজুড়ে

সরাইলে আর্সেনিকে আক্রান্ত সহস্রাধিক মানুষ

Published

on

সরাইল প্রতিনিধি, ব্রাক্ষণবাড়িয়া:
সরাইল উপজেলায় সরকারি হিসেবে ২০১৩ সালের ডিসেম্বর পর্যন্ত প্রায় পাঁচশত ২৫ জন মানুষ দেহে বয়ে বেড়াচ্ছেন আর্সেনিক। তবে এ সংখ্যা ১ হাজারেরও বেশি বলে মন্তব্য করেন বিভিন্ন বেসরকারি সংস্থার কর্মকর্তারা। উপজেলায় আর্সেনিক প্রতিরোধে নেই কোনো সমন্বিত পরিকল্পনা। আর্সেনিকের ভয়াবহতার হার বেশি সরাইল সদরও পানিশ্বর ইউনিয়নে। পুরুষের তুলনায় নারীর আক্রান্তের হার বেশি।
উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সূত্র মতে, সরাইল সদর ইউনিয়ন ও পানিশ্বর ইউনিয়নের আক্রান্ত রোগীর সংখ্যা বেশি। জানা যায়, সরাইলের বিভিন্ন ইউনিয়নে ৯ শতের বেশি মানুষ আর্সেনিক রোগে আক্রান্ত। যত দিন প্রকল্প ছিল ততদিন রোগীদের সেবা হয়েছে। সরাইল টিঘর গ্রামের এক রোগী জানান, আগে এনজিও থেকে ওষুধ দিত। এখন তারা আসছেন না।
সরাইল স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. আবু মুছা মো. ছালেহ খান বলেন, এ রোগে আক্রান্তদের চিকিৎসার চেয়ে আর্সেনিকমুক্ত পানি পান করা জরুরি। এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে মাঠ পর্যায়ে আমাদের কর্মীরা কাজ করছেন। স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত ওষুধ রয়েছে। রোগী এলে সরবরাহ করা হবে।
ডা. মো. নোমান জানান, এ রোগে আক্রান্তদের হাত ও পায়ের তালুতে কালো দাগ দেখা দেয়। এক পর্যায়ে সৃষ্টি হয় ক্ষতের।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *