Connecting You with the Truth

বড়াইগ্রামে ২ ইউপি সদস্য বিনা প্রতিদ্বন্দীতায় বিজয়ী

Natoreবড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোয়াড়ি ও জোনাইল ইউনিয়নে সংরক্ষিত নারী আসনসহ সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দি প্রার্থী তাদের প্রার্থীত পদ প্রত্যাহার করে নেয়ায় বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন দুই প্রার্থী।
উপজেলা নির্বাচন অফিসার মো. নজরুল ইসলাম জানান, জোয়াড়ি ইউনিয়নের ১ নং সংরক্ষিত নারী আসনে প্রতিদ্বন্দী প্রার্থী মোছা. সাহেরা খাতুন তার মনোনয়নপত্র প্রত্যাহার করায় মোছা. শামসুন্নাহার বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। অপরদিকে, জোনাইল ইউনিয়নের ৩ নং সাধারণ ওয়ার্ড সদস্য পদে দুজন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন। তাদের মধ্যে বাবুল হোসেন তার মনোনয়নপত্র প্রত্যাহার করায় একক প্রার্থী হিসাবে এনামুল হক বিনা প্রতিদ্বন্দী নির্বাচিত হয়েছেন। উল্লেখ্য, আগামী ২৮ মে বড়াইগ্রাম উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

Leave A Reply

Your email address will not be published.