Connecting You with the Truth

ভাঙ্গায় উদ্ধারকৃত কষ্টি পাথরের মুর্তি আদালতে প্রেরন

ভাঙ্গায় উদ্ধারকৃত কষ্টি পাথরের মুর্তি কোর্টে প্রেরন।ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি  : ভাঙ্গায় উদ্ধারকৃত কষ্টি পাথরের মুর্তিটি অবশেষে রবিবার দুপুরে ফরিদপুর কোর্টেৃ প্রেরন করা হয়েছে। ভাঙ্গা থানা পুলিশের এস আই মোঃ শফিক আহমেদ কে দ্বায়িত্ব দিয়ে ওসি নাজমুল ইসলাম মুর্তিটি ফরিদপুর পাঠান। গত শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ফরিদপুরের ভাঙ্গা উপজেলা আজিমনগর ইউনিয়ন থেকে ২০কোটি টাকার অধিক মূল্যের কষ্টি পাথরের বিষ্ণ মুর্তি আটক করে। । ঘটনায় জড়িত সন্দেহে উপজেলার ঘারুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন (৫৫) সরোয়ার (৫৫) ও তার স্ত্রী নার্গিস বেগম (৪০) কে গ্রেফতার করে। এ ব্যাপারে পুরাকীর্তি পাচার আইনে সরোয়ার ও নার্গিসের নামে থানায় একটি মামলা হয়েছে। এ ঘটনায় উপজেলায় দুইদিন ধরে চলছিল আলোচনা সমালোচনার ঝড় । বিভিন্ন লোকের মুখে বিভিন্ন কথা উড়ে বেরিয়েছে। তাই অনেকের মনে প্রশ্ন ছিল শেষ পর্যন্ত কি হবে। সব প্রশ্নের অবসান ঘটিয়ে রবিবার মুর্তিটি ফরিদপুর কোর্টে প্রেরন করা হয়। কোর্টের আদেশ অনুসারে মুর্তিটি পরীক্ষার জন্য প্রত্নতত্ব বিভাগে পাঠানো হবে।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Comments
Loading...