ভারতকে উড়িয়ে ফাইনালে অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়ার করা ৩২৮ রান টপকে জিততে হলে রেকর্ড গড়তে হতো ভারতকে। কারণ বিশ্বকাপের নকআউট পর্বে ৩০০ রানের বেশি তাড়া করে জেতার রেকর্ড কোনো দলেরই ছিল না। এবার ভারতও পারেনি।
সেমিফাইনালে অস্ট্রেলিয়ার দেওয়া ৩২৯ রানের লক্ষ্যে খেলতে নেমে রানে ২৩৩ অলআউট হয়ে গেছে ভারত। ৯৫ রানের জয়ে ফাইনালে নিউজিল্যান্ডের সঙ্গী হয়েছে অস্ট্রেলিয়া। সেই সঙ্গে সেমিফাইনালে অপরাজিত থাকার রেকর্ডও ধরে রেখেছেন অসিরা। আর বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত।
ভারতের পক্ষে অধিনায়ক ধোনি সর্বোচ্চ ৬৫ রান করেন। শিখর ধাওয়ান ৪৫ ও রাহানে ৪৪ রান করতে সক্ষম হন। ব্যাট করতে নেমে ধাওয়ান, কোহলি, শর্মা ও সুরেশ রাইনা সাজ ঘরে ফিরে গেলে ভারতীয় দল বিপদে পড়ে যায়। এরপর আজিঙ্কা রাহানে ৪৪ রান করে সাজঘরে ফিরে গেলে ধোনির দল আরো দুর্বল হয়ে পড়ে। ধোনি ও রাহানে ৭০ রানের জুটি গড়ে তোলেন। ধোনি ও রবীন্দ্র জাদেজা কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করে ব্যর্থ হয়। জাদেজা ১৬ রান করে রান আউটের শিকার হন। ধোনির রান আউটের পর ভারতের পরাজয় আসন্ন হতে থাকে।