Connecting You with the Truth

ভারতীয় মদসহ সুনামগঞ্জে গ্রেফতার ১

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ:
গত কাল সুনামগঞ্জে ভারতীয় আমদানি নিষিদ্ধ মাদকদ্রব্যসহ পুলিশের হাতে এক ব্যক্তি গ্রেফতার হওয়ার খবর পাওয়া গেছে। আটক ব্যক্তি সুনামগঞ্জ সদর থানার ইব্রাহিমপুর গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে আব্দুর রাজ্জাক (৪০)। সুনামগঞ্জ সদর থানার এসআই ফরিদ জানান, গোপন সূত্রের মাধ্যমে জানতে পেরে আব্দুর রাজ্জাকের নিজ বাড়ি থেকে গত কাল সকাল ১০টার দিকে ভারতীয় মদসহ তাকে আটক করে সংশ্লিষ্ট থানা পুলিশ। পরবর্তীতে তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

Comments
Loading...