ভারতে সরকারি কর্মচারী হবে কট্টর হিন্দুবাদি আরএসএস
আরএসএস-এর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল ভারতের ছত্তিসগড় সরকার। অবিভক্ত মধ্যপ্রদেশের আমলেই সে রাজ্যে সরকারি কর্মচারীদের ওপর কোনো রকম রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত হওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি হয়। যা বজায় থাকে মধ্যপ্রদেশ ভেঙে গঠন হওয়া ছত্তিসগড়েও। কিন্তু সরাসরি রাজনীতিতে যুক্ত না থাকার কারণ দেখিয়ে আরএসএস-কে এই তালিকার বাইরে রাখল রমন সিং সরকার। এর ফলে এখন থেকে ছত্তিসগড়ের সরকারি কর্মচারীরা আরএসএস-এ যোগ দিতে পারেন। বিজেপি শাসিত ছত্তিসগড় সরকারের এই নতুন নির্দেশিকার সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা। আরএসএস ভোটে না লড়লেও, রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত বলে অভিযোগ করেছে কংগ্রেস। এই নির্দেশিকা সংবিধান বিরোধী বলে দাবি তাদের। এই সিদ্ধান্তের ফলে সরকারি কর্মচারীরা আর নিরপেক্ষ ভাবে কাজ করতে পারবেন না বলে দাবি করেছেন ছত্তিসগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী অজিত যোগী।