Connect with us

আন্তর্জাতিক

মুখোশধারী সেই ‘জিহাদি জনের’ পরিচয় ফাঁস

Published

on

Johnআন্তর্জাতিক ডেস্ক:

ইসলামিক স্টেটের (আইএস) প্রকাশ বিভিন্ন জিম্মি হত্যার ভিডিও ফুটেজে যে মুখোশ পরা জঙ্গিকে বারবার দেখা গেছে, সেই জিহাদির আসল পরিচয় ফাঁস করা হয়েছে। অনেক পশ্চিমা দেশের নাগরিকের শিরশ্ছেদের ভিডিও ফুটেজে তাকে মুখোশ পরা অবস্থায় হাতে ধারালো ছুরি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। আইএস’র মার্কিন পণবন্দি জেমস ফলি, ব্রিটিশ নাগরিক অ্যালান হেনিং এবং জাপানের সাংবাদিক কেনজি গোতোসহ অনেক শিরশ্ছেদের ভিডিও ফুটেজেই এই জিহাদিকে দেখা গেছে। মুখোশপরা ওই জঙ্গি জিহাদি জন নামে পরিচিত হলেও বিবিসি এখন জানতে পেরেছে তার আসল নাম মোহাম্মদ এমওয়াজি। ধারণা করা হচ্ছে, মোহাম্মদ এমওয়াজি একজন ব্রিটিশ নাগরিক এবং তিনি পশ্চিম লন্ডনের বাসিন্দা। জিহাদি জন ছদ্মনামের এই যুবক কুয়েতি বংশোদ্ভুত, তার জন্মও কুয়েতে। কিন্তু পরে তিনি ব্রিটিশ নাগরিকত্ব পান। তার বয়স আনুমনিক ২৭ বছর। জানা গেছে, মোহাম্মদ এমওয়াজি ২০০৬ সালে সোমালিয়াতে পাড়ি দিয়েছিলেন এবং সেখানে তৎপর জঙ্গি সংগঠন আল শাবাবের সঙ্গেও তার ঘনিষ্ঠ যোগাযোগ গড়ে ওঠে। তার বন্ধুরা ওয়াশিংটন পোস্টকে বলেছে, মধ্যবিত্ত পরিবারের এমওয়াজি লন্ডনের ইউনিভিার্সিটি অব ওয়েস্টমিনস্টারে কম্পিউটার নিয়ে পড়াশোনা করেছেন।

এদিকে ব্রিটেনের গোয়েন্দারা তার পরিচয় অনেক আগে পেলেও গোপন রাখে। এমওয়াজিকে প্রথম দেখা যায় গত আগস্টে। ওই ভিডিও ফুটেজে তাকে মার্কিন সাংবাদিক জেমস ফলির হত্যাকারী হিসেবে দেখানো হয়। পরে একে একে আরেক মার্কিন সাংবাদিক স্টিভেন সটলফ, ব্রিটিশ ত্রাণকর্মী ডেভিড হেইন্স এবং আরেক ব্রিটিশ ট্যাক্সিচালক অ্যালান হেনিং’র মৃতদেহের ফুটেজেও তিনি ছিলেন। এমনকি ধারণা করা হয়, তাদের শিরোশ্ছেদও হয়েছে তার হাতেই। শেষবার তার ফুটেজ দেখা যায় গত জানুয়ারিতে। আইএসের হাতে আটক দুই জাপানির শিরোশ্ছেদের ঠিক আগে। ইন্টারনেটের ভিডিও ফুটেজে যথারীতি তাকে দেখা যায় আটক ওই জাপানির পাশে মুখে কালো কাপড় জড়ানো ছুরি হাতে দাঁড়িয়ে থাকতে।

মুখোশধারী সেই

‘জিহাদি জনের’

পরিচয় ফাঁস ‘

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *