Connecting You with the Truth

ভূরুঙ্গামারীতে কৃষি কালেকশন পয়েন্টের যাত্রা শুরু


ভূরুঙ্গামারী প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতকরনে মার্কেটিং লিংকেজ তৈরির উদ্দেশ্যে কালেকশন পয়েন্টের উদ্বোধন করেছে স্থানীয় কৃষি সম্প্রসারন অধিদপ্তর। সমন্বিত খামার ব্যবস্থাপনা কম্পোনেন্টের (আইএফএমসি) সহযোগিতায় আজ শনিবার দুপুরে জয়মনিরহাট ইউনিয়নের ৪নং ওয়ার্ডভূক্ত আইকুমারী ভাতী গ্রামে এই কৃষি কালেকশন পয়েন্টের শুভ উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আকতারুজ্জামান। উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা নজরুল ইসলাম, বিশিষ্ট সাংবাদিক মোঃ যুবরাজ খান, স্থানীয় ইউপি সদস্য আমিনুর রহমান, কৃষক সমিতির সভাপতি মাহবুব আলী, সম্পাদক আব্দুল আলীম, আওয়ামীলীগ নেতা জাবেদ আলী মন্ডল, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল আলীম, শহিদুল ইসলাম, শাহীন সুলতান, স্থানীয় কৃষানী ফাতেমা বেগম, রোকেয়া বেগম, মাহমুদা বেগম সহ সমিতির ৬০জন কৃষক-কৃষাণী ও স্থানীয় অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, মধ্যসত্ত¡ভোগীদের দৌরাত্ব এড়িয়ে উৎপাদিত কৃষি পন্যের ন্যায্য মূল্য প্রাপ্তিতে ক্রেতা-বিক্রেতার মধ্যে সরাসরি সম্পর্ক স্থাপনে হাট-বাজারের ন্যায় কার্যকর ভূমিকা পালন করবে ভূরুঙ্গামারী- কুড়িগ্রাম রোডস্থ এই কৃষি কালেকশন পয়েন্ট। কৃষি সম্প্রসারন অধিদপ্তরের পৃষ্ঠপোষকতায় কৃষি পন্যের ন্যায্য মূল্য নিশ্চিতকরনের মাধ্যমে কৃষককে লাভবান করতে কেবলমাত্র কৃষকদের দারাই গঠিত এবং পরিচালিত এ ধরনের ইতিবাচক উদ্যোগ অত্র উপজেলায় এটাই প্রথম ।

Comments
Loading...