ভেনেজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক : ভেনেজুয়েলা-কলম্বিয়া সীমান্তে নিরাপত্তাবাহিনীর সদস্যদের ওপর চোরাচালানীদের হামলার পর দেশটির সীমান্তসংলগ্ন এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির প্রেসিডেন্ট। চোরাচালানীদের ওই হামলায় দেশটির তিন সেনাসদস্যসহ এক বেসামরিক নাগরিক আহত হয়। খবর বিবিসির।
দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেন, তাশিরা প্রদেশের পাঁচটি মহানগরে আগামী ৬০ দিন সামরিক আইন বলবৎ থাকবে। এছাড়া সীমান্ত সংলগ্ন এলাকাগুলোতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আইন কার্যকর থাকবে।
তাশিরা প্রদেশে সাধারণ লোকজনের চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সেনাবাহিনীর সদস্যরা রাস্তায় অস্ত্রহাতে টহল দিচ্ছেন। নিয়মিত সেনাদের পাশাপাশি আরো ১৫শ` সেনা সদস্য টহল দিচ্ছে বলে জানান মাদুরো।
এর আগে বুধবার কলম্বিয়ার চোরাচালানীদের হামলায় ভেনেজুয়েলার তিন সেনাসদস্য ও একজন বেসামরিক নাগরিক আহত হয়। এরপর দেশটির প্রেসিডেন্ট এ জরুরি অবস্থা ঘোষণা করলেন।
বাংলাদেশেরপত্র/এডি/আর