মধুখালীতে অসহায় শীতার্তদের মাঝে প্রাইম ব্যাংকের কম্বল বিতরণ
মধুখালী প্রতিনিধি , রেজাউল করিম তুহিন ঃ ফরিদপুরের মধুখালী প্রাইম ব্যাংক এর উদ্যোগে মধুবন শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় গতকাল রবিবার দুপুরে এলাকার শীতার্ত আসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের মালিক পক্ষের পরিচালক ও সাবেক সংসদ সদস্য কাজি সিরাজুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কম্বল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পাটির উপজেলা সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাঈদ মিয়া, ব্যাংকের শাখা প্রধান মো. আব্দুর রাজ্জাক, ম্যানেজার অপারেশন মো. মাহফুজুর রহমান, আকরামুজ্জামান রুকু মৃধা প্রমুখ।