Connecting You with the Truth

মুন্সীগঞ্জে দু’গ্র“পের সংঘর্ষে গুলিবিদ্ধ ১৩, আটক ৪

bullet picমুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার যশলং গ্রামে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দু’গ্র“পের সংঘর্ষে কমপক্ষে ১৩ জন গুলিবিদ্ধ হয়েছেন। গত কাল বেলা ১১টার দিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোখলেছ দেওয়ান ও ওই ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য রিণা বেগমের গ্র“পের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন- কালাম খালাসী (৫৫), ইসমাঈল খালাসী (৭৫), ফরিদ দেওয়ান (৪৫), রীণা বেগম(৪০), জুলহাস দেওয়ান (৬০), লিপি বেগম (৪০), শিউলী বেগম (৪৫), খাদিজা আক্তার (১৩), নিরব (১৫), সাজন (২০), মিম আক্তার (১৪), বাচ্চু (৫৫) ও খোরশেদ দেওয়ানকে (৬০)। এদের টঙ্গীবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোখলেছ দেওয়ান (৭০), সেলিম (৩০), জাব্বার দেওয়ান (৩৫), জসিম (৩২) নামের ৪ জনকে আটক করেছে। অন্যদিকে দু’গ্র“পের সংঘর্ষের ঘটনায় গত কাল দিনভর যশলং এলাকায় উভয় গ্র“পের মধ্যে উত্তেজনা বিরাজ করছে বলে স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জানা গেছে, উপজেলার যশলং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোখলেছ দেওয়ানের বাড়ির সামনে দিয়ে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে একই ইউনিয়নের বর্তমান ১, ২, ৩নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য রিণা বেগমের বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত কাল সকাল ১১টার দিকে দুটি গ্র“প সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় গুলি বিনিময় হলে ১৩ জন গুলিবিদ্ধ হয়। টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক জানান, এ ঘটনায় ৪ জনকে গ্রেফতারের পর বিকেলে মুন্সীগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। এই প্রতিবেদন তৈরির সময় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলে জানান ওসি। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।

Comments
Loading...