মুহাম্মদ: মেসেঞ্জার অফ গড’ চলচ্চিত্র নিষিদ্ধের দাবি
মহানবী হযরত মোহাম্মদ এর ওপর নির্মিত ইরানি চলচ্চিত্র ‘মুহাম্মদ: মেসেঞ্জার অফ গড’ নিষিদ্ধের দাবি তুলেছেন ভারতীয় মুসলমানরাও। সিনেমাটির সঙ্গীত পরিচালনা করার কারণে তারা আঙুল তুলেছেন অস্কারজয়ী সুরকার এ আর রহমানের দিকেও।
সিনেমাটি নিষিদ্ধের দাবি নিয়ে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ইরানি দূতাবাসে আবেদন করেছে ভারতীয় সুন্নি মুসলমানদের সংগঠন রাজা একাডেমি। ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে একটি স্মারকলিপি পাঠিয়েছে মুম্বাইভিত্তিক সংগঠনটি। বিশেষ করে এ আর রহমানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছে তারা। তাদের অভিযোগ, চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালনা করে ভারতীয় মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছেন রহমান।
‘মুহাম্মদ: দ্য মেসেঞ্জার অফ গড’ ছবিটি নির্মাণ করেছেন অস্কার মনোনয়ন পাওয়া ইরানি পরিচালক মাজেদ মাজিদি। তবে পুরো চলচ্চিত্রে নবীর চেহারা দেখানো থেকে বিরত থেকেছেন মাজিদি।