Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

মোবাইল কাভারে ছবি প্রিন্ট!

মোবাইল দিয়ে ছবি তুলে প্রিন্টারে তা ছাপানো বর্তমান সময়ে মন্দাতার আমলের কাজে পরিণত হয়েছে। এখন কি আর কেউ এতো ঝামেলায় যাবে যখন কেবল একটি মোবাইলের কভার আপনার তুলা ছবি প্রিন্ট করে দিবে।

ফরাসির এক সংস্থা এমন এক মোবাইল কভার তৈরি করেছে যার পিছনে লাগানো থাকবে আস্ত একটা ফটো প্রিন্টার। একটা মাত্র সুইচ চাপলে নিমেষেই প্রিন্ট হয়ে বেরিয়ে আসবে আপনার ঝকঝকে ছবি। কভারটির মূল্য মাত্র ১২৯ ডলার।

মোবাইল কভারটির ভিতরে থাকবে আস্ত একটা প্রিন্টার। যেভাবে ফটো মেশিনে প্রিন্ট হয় সেভাবেই প্রিন্ট হবে এখানেও । ২x৩ ইঞ্চির এক একটি ছবি প্রিন্ট করতে সময় লাগবে মাত্র ৩০ সেকেন্ড। তার বিনিময়ে ৯০ মিনিটের মতো চার্জ দিতে হবে ওই মোবাইল কভারটিতে। এক একবারে মোট ২০টি করে ছবি প্রিন্ট করা যাবে এই প্রিন্টারে। আগামী দূর্গা পূজায় বাজারে আসছে এই নতুন মোবাইল কভার। তবে কেবল আইফোন ৫, গ্যালাক্সি এস৪, এবং এস৫-এই ব্যবহার করা যাবে এই নতুন কভার।

বাংলাদেশেরপত্র/এডি/পি

Leave A Reply

Your email address will not be published.