Connect with us

বিবিধ

অক্টোবরে বাজারে আসছে মাত্র ২ হাজার টাকার কম্পিউটার

Published

on

প্রযুক্তি ডেস্ক :  আগামী অক্টোবর মাসে বাংলাদেশের বাজারে আসছে  মাত্র ২ হাজার টাকা দামের অত্যন্ত ছোট একটি কম্পিউটার। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের অনলাইন সংস্করণে প্রকাশিত খবরে বলা হয়, মাত্র ২ হাজার টাকারও কম মূল্যমানের এন্ড্রয়েড অপারেটিং নির্ভর মিনি কম্পিউটার ‘রিমিক্স মিনি’ নিয়ে এসেছে বেইজিং ভিত্তিক জাইড টেক। এন্ড্রয়েড ভিত্তিক অপারেটিং সিস্টেম দিয়ে পারিচালিত ওই ডেস্কটপ কম্পিউটারের নানা সুবিধা পাওয়া যাবে। যার মধ্যে রয়েছে টাস্কবার এবং মাল্টি-উইন্ডো মাল্টি-টাস্কিং। বড় পর্দায় চালানো এবং মাউস ও কিবোর্ড ব্যবহারের সুযোগ রেখে রিমিক্স ওএসের ডিজাইন করা হয়েছে। এতে এন্ড্রয়ডের এপগুলোও ব্যবহার করা যাবে। ২০১৫ সালের অক্টোবরের শেষে এ ডিভাইসটি বাজারে আসবে বলে জানিয়েছে এর প্রস্তুতকারী প্রতিষ্ঠান।

রিমিক্স ১ জিবি ভার্সন মাত্র ২০ ইউএস ডলার (১৫৫৫ টাকা) এবং ২ জিবি র‌্যাম এবং ১৬ জিবি স্টোরেজ ভার্সন ৪০ ইউএস ডলার (৩১১০ টাকা) মুল্যে কেনা যাবে। রিমিক্স মিনি ১.২ গিগাহার্টজ ৬৪-বিট কোয়াড-কোর প্রোসেসর এবং ১ জিবি মডেলে রয়েছে ৮ জিবির স্টোরেজ যেখানে ২ জিবি মডেলের ১৬ জিবি স্টোরেজ রয়েছে। এক্সটারনাল এইচডিডি এর সংযুক্তির জন্য ইউএসবি পোর্ট রয়েছে এবং মাইক্রোএসডি পোর্টও রয়েছে। ডিসপ্লের সাথে যুক্তির জন্য রয়েছে এইচডিএমআই পোর্ট, ওয়াই-ফাই এবং একটি ইথারনেট পোর্ট। এছাড়াও হেডফোন বা স্পিকারের সংযোগের জন্য ৩.৫ মিলিমিটার জ্যাক রয়েছে।

বাংলাদেশেরপত্র/এডি/এ

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *