Connecting You with the Truth

যশোরে ট্রাক চাপায় বাইসাইকেল চালক নিহত

nihoto 2যশোর প্রতিনিধি:
যশোরে ট্রাকের চাপায় বাবর আলী (৩৫) নামে এক বাইসাইকেল চালক নিহত হয়েছেন। গত কাল সকালে যশোর-ঝিনাইদহ সড়কের শানতলায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবর আলী সদর উপজেলার ডাকাতিয়া গ্রামের আব্দুল আজিজ মোল্যার ছেলে। যশোর কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মিন্টু জানান, সকালে বাবর আলী বাইসাইকেলে করে যশোরের দিকে যাচ্ছিলেন। পথে যশোর-ঝিনাইদহ সড়কের শানতলায় পৌঁছুলে পেছন থেকে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতাল মর্গে পাঠায়।

Comments
Loading...