Connect with us

জাতীয়

অ্যান্টি টেররিজম অ্যাক্ট-এ নাশকতাকারীদের বিচার হবে -সুরঞ্জিত

Published

on

surojit-senস্টাফ রিপোর্টার:
নাশকতাকারীদের অ্যান্টি টেররিজম অ্যাক্ট’র আওতায় বিচার করতে হবে বলে মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত। গত কাল দুপুর সাড়ে ১২টায় রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সেমিনার হলে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নৌকা সমর্থক গোষ্ঠী এ আলোচনা সভার আয়োজন করে। সুরঞ্জিত বলেন, নাশকতাকারী ও সন্ত্রাসের বিরুদ্ধে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কখনো স্পেশাল পাওয়ার অ্যাক্ট ও দ্রুত বিচার আইনে বিচারের কথা বললেও আমরা আশা করি অ্যান্টি টেররিজম অ্যাক্ট-এ তাদের বিচার করার জন্য স্পষ্ট নির্দেশনা দেওয়া হবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাংলাদেশ সফর প্রসঙ্গে তিনি বলেন, বিমান বন্দরে নেমেই মমতা ব্যানার্জি বলেছেন, ‘আমরা সুখবর নিয়ে এসেছি’। এ কথা থেকে আমরা আশা করছি এবার তিস্তা, সীমান্ত ও ছিটমহল চুক্তিতে অগ্রগতি আসবে।
আয়োজক সংগঠনের সভাপতি ড. খন্দকার ইমদাদুল হক সেলিম আলোচনা সভায় সভাপতিত্ব করেন। এসময় সংগঠনের অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *