রংপুরের মিঠাপুকুরে ৮৫ হাজার ভোটের ব্যবধানে জয়ী জাকির
আমিরুল ইসলাম, রংপুর:
পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন-২০১৯ এর ৩য় দফায় রংপুরের মিঠাপুকুর উপজেলায় রবিবার ভোট অনুষ্ঠিত হয়েছে।উপজেলায় ১৪৮টি ভোটকেন্দ্র রয়েছে।
চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন সরকার নৌকা প্রতিকে ১,২১,৫৬১ ভোট পেয়ে জয়লাভ করেছেন।নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী অধ্যাক্ষ মেসবাহুর রহমান মঞ্জু মিয়া আনারস প্রতিকে ৩৫,৮০১ ভোট পেয়েছেন। জাকির জনমনের সমস্ত উৎকণ্ঠার অবসান ঘটিয়ে ৮৫,৭৬০ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে নিরাঞ্জন মহন্ত তালা প্রতিকে ১,০৩,৮৯২ ভোটে পেয়ে জয়লাভ করেন।নিকটতম প্রতিদ্বন্দ্বী মামুন পাশা সম্রাট নলকুপ প্রতিকে ৪৯,১৪৫ ভোট পেয়েছেন।মহন্ত ৫৪,৭৪৭ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেসমিন আক্তার শামীমা আক্তার কলস মার্কা নিয়ে ৮৬,৬৯৪ জয়লাভ নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মওদুদা আক্তার দীনা প্রজাপতি নিয়ে ভোট পেয়েছেন ৭১২৫১।শামীমা আক্তার ১৫,৪৪৩ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।