রংপুরে ইয়াং বাংলা’র ডিভিশনাল মিট মেলা
রংপুর ব্যুরো: বালাদেশের যুব সমাজের অর্জনসমূহকে প্রচারের মাধ্যমে উজ্জীবিত করা এবং সম্ভাবনাময় সকল অর্জনের সূচনা ও প্রসারের জন্য সরকারী প্রতিষ্ঠান, বে-সরকারী সংগঠন, এবং যুব সংগঠনের মধ্যে মেলবন্ধন হিসেবে কাজ করাও ইয়াং বাংলার অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন সংগঠনটির নির্বহী পরিচালক সাব্বির বিন শামস। বুধবার বিকেলে রংপুর নগরীর একটি হোটেলে এক সংবাদ সন্মেলনে তিনি বলেন, ২০ ফেব্রুয়ারী বিকেলে রংপুর কারমাইকেল কলেজ মাঠে ইয়াং বাংলা ডিবিশনাল মিট মেলার উদ্ধেবধন করা হবে। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা তরুণ ও নবীন উদ্যোক্তাদের নিয়ে এই মেলার আয়োজন করা হয়েছে। গ্রামিন তারুন্যকে মূল¯্রােতের সাথে সম্পৃতকরা ইয়াং বাংলার অগ্রাধিকার বলে সাংবাদিক সন্মেলনে বলা হয়। ডিবিশনাল মিটে দেশের সব বিভাগের সফল তরুণেরাই সফলতার কাহিনি জমাদিতে পারবেন বলে জানান সংগঠনটির নির্বহী পরিচালক সাব্বির বিন শামস। এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য আবুল কালাম চৌধুরী ডিউ, জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রনি, প্রেসক্লাবের সভাপতি এ কে এম ফজলুল হক।