Connect with us

দেশজুড়ে

রংপুর-তিস্তা ব্যারেজ অভিমুখে বাসদে’র রোডমার্চ

Published

on

roadmarchরংপুর অফিস: তিস্তাসহ সকল অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায় ও তিস্তা সেচ প্রকল্পের আওতাধীন সকল জমিতে পানির দাবিতে বাসদ (মার্কসবাদী) রংপুর ও রাজশাহী বিভাগের উদ্যোগে ১৯ ফেব্র“য়ারি রংপুর থেকে তিস্তা ব্যারেজ অভিমুখে রোডমার্চ করেছে। সকাল ১০টায় রংপুর প্রেসক্লাব চত্বর থেকে রোডমার্চ যাত্রা শুরুর পূর্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় কার্য পরিচালনা কমিটির সদস্য কমরেড শুভ্রাংশু চক্রবর্ত্তী, কমরেড ওবায়দুল্লাহ মুসা, কেন্দ্রীয় বর্ধিত ফোরামের সদস্য কমরেড মঞ্জুর আলম মিঠু, রংপুর জেলা কমিটির সদস্য পলাশ কান্তি নাগ। সমাবেশে সভাপতিত্ব করেন রংপুর জেলা সমন্বয়ক কমরেড আনোয়ার হোসেন বাবলু। এরপর রোডমার্চ রংপুর নগরীর প্রধান সড়ক অতিক্রম করে পথিমধ্যে মেডিকেল মোড়, পাগলাপীর, গঞ্জিপুর, চন্দনের হাটে পথসভায় মিলিত হয়। এরপর দুপুরে বড়ভিটায় আহার গ্রহণ ও সমাবেশ শেষে তিস্তা ব্যারেজ অভিমুখে যাত্রা করে। সর্বশেষ নীলফামারী জেলার জলঢাকায় সমাবেশের মধ্য দিয়ে রোডমার্চের সমাপ্তি ঘটে। নীলফামারী জেলা সংগঠক আব্বাস আলীর সভাপতিত্বে জলঢাকার সমাবেশ অনুষ্ঠিত হয়। এছাড়াও উল্লেখিত স্থানসমূহে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বাসদ (মার্কসবাদী) দিনাজপুর জেলা সমন্বয়ক রেজাউল ইসলাম সবুজ, পঞ্চগড় জেলা সমন্বয়ক তরিকুল আলম, বগুড়া জেলা সমন্বয়ক শামসুল আলম দুলু, কুড়িগ্রাম জেলা সমন্বয়ক মহিরউদ্দিন, রংপুর জেলা কমিটির সদস্য আহসানুল আরেফিন তিতু প্রমুখ।
এসব সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ভারত সরকার আন্তর্জাতিক আইন ও রীতিনীতি লংঘন করে বাংলাদেশের প্রায় সব কয়টি নদীর উজানে একতরফাভাবে পানি প্রত্যাহার করছে। ফলে সেচ মওসুমে তীব্র পানি সংকট, আবার বর্ষা মওসুমে ভয়াবহ বন্যা বাংলাদেশের জন্য প্রতি বছরের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের চতুর্থ বৃহত্তম নদী তিস্তার উজানে গজলডোবায় বাঁধ দিয়ে শুকনো মওসুমে ভারত কর্তৃক একতরফা পানি প্রত্যাহারের ফলে আমাদের দেশের নীলফামারী, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট সহ গোটা উত্তরাঞ্চল আজ মারাত্মক বিপর্যয়ের মুখোমুখি, মরুকরণের ঝুঁকিতে সমগ্র অঞ্চল। ভূ-পৃষ্ঠের পানি সংকটে ভূ-নিম্নস্থ পানির উপর নির্ভরশীল হচ্ছে খাবার, গোসল, সেচ প্রভূতি কাজ। ফলে পানির স্তর নিচে নেমে যাওয়ায় আর্সেনিক সমস্যা, নদীর নাব্যতা, মৎস্যজীবীদের সংকট, জলবায়ু, জীব বৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে তিস্তা সেচ প্রকল্পের আওতাধীন ১ লক্ষ ১১ হাজার ৪৬০ হেক্টর জমির বেশীর ভাগই গত বছর সেচ সুবিধা পায়নি। গত বছর যতটুকু পেয়েছিল এবছর তাও নেই। বর্তমানে তিস্তা সেচ প্রকল্পের অধীনে কোন জমিতে সেচ সুবিধা পাওয়া যাচ্ছে না। বিকল্প আয়োজন যারা করছে, তাদের বিঘা প্রতি বাড়তি খরচ গুনতে হচ্ছে প্রায় ২৫০০(দুই হাজার পাঁচশত) টাকা। যাদের বিকল্প আয়োজনের সামর্থ্য নেই তারা পড়ছে বিপাকে।
অন্যদিকে বর্ষা মওসুমে ভারত বাঁধের সবগুলো গেট খুলে দেয়, যার ফলে বিপুল পানির ¯্রােতে ঘর-বাড়ী, ফসলের ক্ষেত ডুবে যায়। নদীর ভাঙ্গনে চাষের জমি, বসতবাড়ী, হাট-বাজার, স্কুল নিশ্চিহ্ন হয়ে যায়। ফলে তিস্তা আজ আমাদের আশির্বাদ না হয়ে হয়েছে অভিশাপ।
এ অবস্থা থেকে বাঁচার একমাত্র পথ তিস্তাসহ অভিন্ন সকল নদীর পানির ন্যায্য হিস্যা আদায়। কিন্তু আমাদের নতজানু শাসক শ্রেণীর প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর জোট এবং মহাজোট কেউই পানির ন্যায্য হিস্যা আদায় করতে পারেনি। ক্ষমতায় টিকে থাকার প্রয়োজনে সরকার পক্ষ জনগণের সকল মৌলিক ও গণতান্ত্রিক অধিকার হরণ করছে। অপর দিকে বিরোধী পক্ষ যে কোন মূল্যে ক্ষমতায় যাওয়ার জন্য সহিংসতা, গুপ্ত হামলা, অগ্নিসংযোগ ইত্যাদির মাধ্যমে জনজীবন বিপর্যস্ত করে তুলছে। প্রতিদিন মানুষ মরছে, হয় ক্রসফায়ারে না হয় আগুনে পুড়ে। এ অবস্থার সুযোগ নিয়ে গোটা দেশে অপরাধমূলক কর্মকান্ড বৃদ্ধি পাচ্ছে। জোট-মহাজোটের উপর নির্ভর করে জনজীবনের কোন সংকট যেমন সমাধান সম্ভব নয়, তেমনি পানির ন্যায্য হিস্যা আদায় করাও সম্ভব নয়। গণ আন্দোলনের পথে জনগণের ঐক্যবদ্ধ লড়াই-সংগ্রামই পারে শাসক গোষ্ঠিকে পানির ন্যায্য হিস্যা আদায়ে বাধ্য করতে।
নেতৃবৃন্দ আরো বলেন, বর্তমান সংঘাতপূর্ণ রাজনৈতিক পরিস্থিতিতে এ ধরণের কর্মসূচি পালন খুবই ঝুঁকিপূর্ণ। তারপরও উত্তরাঞ্চলের মরুকরণ রোধ ও কৃষি-কৃষক, প্রাণ-প্রকৃতিকে ধ্বংসের হাত থেকে রক্ষার প্রয়োজনে আমরা রোডমার্চ কর্মসূচি পালন করছি। এই কর্মসূচিতে পথে পথে সমাজের সর্বস্তরের মানুষের সমর্থন, সক্রিয় অংশগ্রহন ও সহযোগিতা আমাদের অনুপ্রাণিত করেছে।
নেতৃবৃন্দ, তিস্তাসহ সকল অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা, তিস্তা সেচ প্রকল্পের আওতাধীন সকল চাষের জমিতে প্রয়োজনীয় পানি, গত বছর পানি না পাওয়ায় ক্ষতিগস্ত চাষীদের প্রয়োজনীয় ক্ষতিপূরণ, পানি না থাকায় তিস্তা পাড়ের বেকার মৎস্যজীবীদের কাজ ও ক্ষতিপূরণের দাবিতে সর্বস্তরের জনগণের প্রতি ঐক্যবদ্ধ গণআন্দোলন গড়ে তোলার উদাত্ত্ব আহবান জানান।
রোডমার্চ থেকে আগামী মার্চের তৃতীয় সপ্তাহের শেষে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে অবস্থান ও প্রধানমন্ত্রী বরাবর তিস্তা চুক্তি সংক্রান্ত স্মারকলিপি পেশ করা হবে।

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *