রংপুরে শোক দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসুচি পালিত
রংপুর ব্যুরো: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বুধবার রংপুরে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রংপুর সিভিল সার্জন অফিসের আয়োজনে ব্র্যাক ও সন্ধানী রংপুর মেডিকেল কলেজ ইউনিটের সহযোগিতায় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত রক্তদান কর্মসূচিতে স্বেচ্ছায় ৩৫ জন ব্যক্তি রক্তদান করেন। রক্তদান কর্মসূচি পরিদর্শন করেন রংপুরের বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রংপুরের জেলা প্রশাসক এনামুল হাবিব, পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, রংপুরের সিভিল সার্জন ডাঃ আবু মোঃ জাকিরুল ইসলাম, ব্র্যাকের জেলা প্রতিনিধি আবু সাঈদ, সিনিয়র আঞ্চলিক ব্যবস্থাপক (স্বাস্থ্য ও পুষ্টি) আরিফ আহমেদ, আঞ্চলিক ব্যবস্থাপক (শিক্ষা) মফিজুল ইসলাম, সুরেশ চন্দ্র রায়, বিশ্বনাথ মদক, সন্ধানীর সভাপতি আতিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, উপদেষ্টা ডাঃ মোঃ রাকিবুল ইসলাম, জুয়েল হোসেন, কেন্দ্রীয় প্রতিনিধি রায়হান শরীফ, প্রতীক, হেলা, ঝর্ণা, সৌভিক, বুলবুল, জাকিয়া প্রমুখ।