রংপুর ছাত্রশিবির ক্যাডার সাফিকে গ্রেফতারের দাবীতে আ.লীগের বিক্ষোভ সমাবেশ
নিজস্ব প্রতিবেদক, রংপুর: ছাত্রশিবিরের ক্যাডার, জ্বালাও পোড়াও সহ একাধিক মামলার আসামী রসিকের ওয়ার্ড কাউন্সিলর সাফিউল ইসলমা সাফিকে গ্রেফতারের দাবীতে রংপুর জেলা ও মহানগর আওয়ামীলীগ এবং অঙ্গ সংগঠন নগরীতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও পুলিশ সুপার এর কাছে স্মারকলিপি পেশ করে। আজ সোমবার সকাল ১১ টায় আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে জেলা ও মহানগর এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের একটি বড় বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাচারী বাজারের জিরো পয়েন্টে শেষ হয়। মিছিল শেষে মহানগর আওয়ামীলীগের সভাপতি সাফিউর রহমান সাফির সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাহিনুর রহমান সোহেল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছিমা জামান ববি, যুবলীগের লক্ষিণ চন্দ্র দাস, জেলা সেচ্চাসেবকলীগের আহবায়ক আলহাজ্ মোয়াজ্জেম হোসেন লাবলু, মহানগরের সাইফুল ইসলাম আলমগীর, গোলাম রব্বানী বিপ্লব, মহিলালীগের এডভোকেট জাকিয়া সুলতানা চৈতি, মমতাজ বেগম, চায়না চৌধুরী, মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দসহ মহানগরীর ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা অবিলম্বে শিবিরের ক্যাডার, একাধিক মামলার আসামী সাফিকে গ্রেফতারের আহবান জানান। সমাবেশ শেষে পুলিশ সুপার এর কাছে নেতৃবৃন্দ স্মারকলিপি পেশ করেন।